লেবুপাতায় সবুজ ইলিশ

শারমিন ইফতেখার এনা 

লেবুপাতায় সবুজ ইলিশ – শারমিন ইফতেখার এনা 

উপকরণ

  • ইলিশ মাছ টি (৮০০ গ্রাম ওজনের ইলিশ)
  • পেয়াজ বাটা/ কাপ
  • কাঁচামরিচ বাটা টেবিল চামচ
  • ধনেপাতা বাটা—দেড় টেবিল চামচ
  • কালিজিরা চা চামচ
  • মরিচ গুঁড়া/ চা চামচ
  • সরিষার তেল/ কাপ
  • লেবুপাতা৫টি
  • লবণস্বাদমতো
  • পানি—পরিমাণমতো

 

প্রণালি 

  • ইলিশ মাছ পছন্দমতো টুকরা করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। পানি ঝরে গেলে মাছের সাথে মরিচ লবণ মাখিয়ে রাখুন। 
  • একটি ননস্টিক প্যানে অল্প তেল গরম করে মাছগুলো হালকা বাদামি করে ভেজে তুলে রাখুন। 
  • অন্য একটি হাঁড়িতে বাকি তেল গরম করে কালোজিরা ফোঁড়ন দিয়ে পেয়াজ বাটা মিশিয়ে নিন। ভালোভাবে পিয়াজ কষানো হলে কাঁচামরিচ বাটা ধনেপাতা বাটা মিশিয়ে পরিমাণমতো পানি দিন। পানি ফুটে উঠলে ভেজে রাখা মাছ দিয়ে ঢাকনা দিয়ে মিনিট রান্না করুন। মিনিট পর চুলা থেকে হাঁড়ি নামিয়ে লেবুপাতা ছড়িয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। 
  • গরম ভাতের সাথে পরিবেশন করুন দারুন মজার এইলেবুপাতায় সবুজ ইলিশ

এনার কিচেন এর অনন্য সব রেসিপিগুলি দেখুন এখানে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Reviews

Popular Articles