জিআরই পরীক্ষার পরিবর্তন ২০২৩

Correspondent

জিআরই পরীক্ষার পরিবর্তনঃ সেপ্টেম্বর ২২, ২০২৩ থেকে।

  • এডুকেশনাল টেস্টিং সার্ভিস ঘোষণা করেছে যে জিআরই-র জন্য নতুন পরিবর্তন গুলি 2023 সালে আসবে।
  • ভর্তির সময়   পরীক্ষার্থীদের জন্য আরও সুযোগ সুবিধা প্রদানের চেষ্টা অব্যাহত রয়েছে। 
  • পরীক্ষার পরিবর্তনগুলির মধ্যে রয়েছে: বিশ্লেষণমূলক লেখা বিভাগে “আর্গুমেন্ট বিশ্লেষণ করুন” টাস্ক অপসারণ। শুধু ইস্যু টাস্ক টি থাকবে। সেপ্টেম্বর মাস থেকে সংশোধিত বিভাগে আর্গুমেন্ট টাস্কটি আর থাকবে না।
  • পরিমাণগত এবং মৌখিক যুক্তি বিভাগে প্রশ্নের সংখ্যা হ্রাস করা হয়েছে। 
  • অন্যান্য বেশ কয়েকটি পরিবর্তন ঘোষণা করা হয়েছিল, যার মধ্যে মৌখিক যুক্তি এবং পরিমাণগত যুক্তি বিভাগে ৪৬ টি কম প্রশ্ন। এখন টোটাল ১০০টি প্রশ্নের উত্তর দিতে হয়- ভারবাল (২০x২) + কোয়ান্ট (২০x২) + আনস্কোরড সেকশন (২০x১)।
  • ইটিএস আরও বলেছে, পরীক্ষা শেষ করার পরে আপনার স্কোর পেতে যে পরিমাণ সময় লাগে তা ৮ থেকে ১০ দিনের মধ্যে হ্রাস পাবে। বর্তমানে একটি স্কোর পেতে ১০ থেকে ১৫ দিন সময় লাগে। 
  • পরীক্ষা নেওয়ার মূল্য ২২০ ডলার ই থাকবে। এই পরিবর্তনগুলি ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের উপর চাপ হ্রাস করার জন্য প্রদান করা হবে। 
  • অস্কোর বা পরীক্ষিখামুল বিভাগ অপসারণ করা হচ্ছে। সপরীক্ষার প্রস্তুতির জন্য ইটিএস ব্যবহৃত একটি অস্কোরযুক্ত বিভাগ অপসারণ অন্তর্ভুক্ত ছিল। পরীক্ষামুলক একটা সেকশন জিআরই-তে আছে, যেখানে ভারবাল অথবা কোয়ান্ট ২০ নাম্বারের একটা  সেকশন থাকে যা পরীক্ষার্থী জানেনা যে উক্ত সেকশন আসলে পরীক্ষামুলক, মূল নম্বর এর সাথে যোগ হয়না।
  • পরীক্ষার সময় এর পরিবর্তন আসছে নতুন পরীক্ষায়। ৩ ঘণ্টা ৪৫ মিনিটের এর পরিবর্তে ১ ঘণ্টা ৫৮ মিনিট, ইস্যু লিখায় ৩০ মিনিট, ভারবালে ৪১ মিনিট এবং কোয়ান্টে ৪৭ মিনিট।
  • কমে যাবে পরীক্ষার প্রশ্ন। নতুন পরীক্ষায় আগের থেকে ৪৬টি প্রশ্ন কম থাকবে। নতুন পদ্ধতিতে টোটাল প্রশ্ন থাকবে ৫৪টি। ২টি ভারবাল সেকশনে ২৭টি এবং ২টি কোয়ান্ট সেকশনে ২৭টি। সেকশনগুলোতে কয়টি করে প্রশ্ন থাকবে তা ইটিএস প্রকাশ করবে জুনের শেষের দিকে।
  • এখনকার নতুন পরীক্ষায় ১০ মিনিটের ব্রেক থাকছে না। 

যা পরিবর্তন হচ্ছে নাঃ 

  • পরীক্ষার নাম্বার ৩৪০-ই থাকছে, বছরে ৫ বার পরীক্ষা দিতে পারবে। প্রত্যেক পরীক্ষার ২১ দিন পর পরের পরীক্ষা দিতে পারবে। আগের মতোই ৫ বছর মেয়াদ থাকছে।
  • বিশ্ববিদ্যালয়ে পুরনো বা নতুন এই দুই স্কোরই সমান ভাবে গৃহীত হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Reviews

Popular Articles