শিরোনামঃ টোকোস

Sabbirif

আজ একটা দাওয়াত আছে জামানের, বার্থডে পার্টি! জামান নামের স্পেলিংটা Z (যেড) দিয়ে। ইংরেজরা উচ্চারণ করে “যি”। “যি” দিয়ে শুরু এরকম কোন বাংলা শব্দ আছে জামান মনে মনে ভাবতে থাকে? জীবন তো “জী” দিয়ে শুরু। কি একটা অবস্থা একটা শব্দও মনে পড়ছে না যেটা “যি” দিয়ে শুরু।

সে আসলে এখন আবোলতাবোল চিন্তা করছে কারণ শারমীন রেডি হচ্ছে! শারমীনের অবশ্য রেডী হতে বেশী সময় লাগে না!

এই বার্থডে পার্টি গুলো খুব বোরিং স্ল্যাশ বিরক্তিকর হয়, এর কারণ গুলো মনে মনে লিস্ট করলে কেমন হয়?

এক – জামানের কেক খেতে ভালো লাগে না, শারমীনের কেক থেকে এক পোর্শন খেলে মানুষ জন বাকা চোখে তাকায় এবং জোর করে কেক সাধে, যেটা আবার সে না করতে পারে না!

দুই – বাবা মায়েদের মধ্যে বাচ্চা-কাচ্চা নিয়ে কম্পিটিশন হয়, কার বাচ্চা কিসে ভালো সেটা নিয়ে! আরে বাবা সব বাচ্চাই ভালো!

তিন – যাদের একের বেশী বাচ্চা তারা আবার এক বাচ্চাকে বেশী ভালোবাসে তুলনামূলক ভাবে, যেটা আবার সে স্বীকার করে না!

আর চার হচ্ছে বান্দর আর চাপাবাজ বাচ্চা, এগুলা মনে করে তারা পৃথবীর সবকিছু জানে, এরা বড়দের মনে করে বাচ্চা আর নিজেদের মনে করে বড় মানুষ!

হোয়াটেভার, শারমীন রেডি।

বার্থডে পার্টিতে এজিউজ্যুয়াল বোরিং কথাবার্তা শুরু হয়েছে! জামান অনেক্ষন ধরে ফোন গুতাচ্ছে। বার্থডে পার্টিতে তার সবচেয়ে আগ্রহের বিষয় হচ্ছে গুডিব্যাগ। বাচ্চা না থাকার কারণে এটাও তাকে কেউ দেয় না।

সে একবার একটা বাচ্চার গুডিব্যাগ বুঝায় শুনায় নিয়ে নেওয়ার ট্রাই করছিল, বাচ্চাটা এমন মরা কান্না দিছে, সে একটা বিব্রতকর অবস্থা!

কে জানি বলে বসলো, জামান ভাই তো কিছু বলছেন না? পাশ থেকে কে একজন বললো, উনি তো শান্তিতে আছেন, উনার তো অডিও প্লেয়ার (বাচ্চা-কাচ্চা) নেই! জামান ভাবলো কিছু একটা কথা বলা দরকার –

আচ্ছা, এখন তো আমরা আশেপাশে অনেকরকম মানুষজন দেখি, এই যেমন গে, বাইসেক্সুয়াল।

একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে জানেন? যেখানে অনেকেই ভাবে তারা মানুষ না, তারা বিড়াল কিংবা কুকুর! তারা বিড়াল বা কুকুরের মতো হামাগুড়ি দিয়ে ঘুরে বেড়ায়, মিয়াউ মিয়াউ করে।

আপনাদের বাচ্চা কাচ্চা এসে যদি বলে বাবা আমি আজকে থেকে একটা ডল্ফিন, তখন আপনারা কি করবেন??

সবাই কেমন একটা চোখ করে জামানের দিকে তাকিয়ে আছে, এখানে মনে হয় বেশীক্ষণ থাকা যাবে না! শারমীনকে খুজতে হবে।

কি জানি তাদের টোকোফোবিয়াটা মনে হয় আজকাল মারাত্মক লেভেলে চলে গেছে।। ঐতো শারমীন দাঁড়িয়ে, শারমীনকে দেখেই সে একটা “যি”বন কাটিয়ে দিতে পারে!

SabbiRif এর সবগুলি গল্প পড়ুন এখানেঃ সাব্বিরিফ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Reviews

Popular Articles