ফুলকপির কোরমা

শারমিন ইফতেখার এনা 

উপকরণ

  • ফুলকপি মাঝারি – ১টা
  • পেঁয়াজ বাটা২ টেবিল চামচ
  • আদারশুন বাটা-  ১ চা চামচ 
  • টকদই২ টেবিল চামচ
  • কাজু বাদাম বাটা – ১ টেবিল চামচ
  • কাঁচামরিচ বাটা – /৩ চা চামচ 
  • শুকনা মরিচ গুড়া/৪ চা চামচ 
  • চিনি১ টেবিল চামচ
  • গরমমসলা গুঁড়া/৪ চা চামচ
  • পেঁয়াজ বেরেস্তা১ টেবিল চামচ
  • তেজপাতা১টা
  • ছোট এলাচ- ২টা
  • দারুচিনি১টুকরা
  • লবনস্বাদমতো 
  • তেল – /৪কাপ
  • কাঁচা মরিচ – ২টা আস্ত
  • নারকেলের দুধ – ১কাপ

প্রণালি

  • ফুলকপি বড় বড় টুকরো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে
  • কড়াইতে তেল গরম করে তাতে ফুলকপিগুলো দিয়ে হালকা লাল করে ভেজে তুলতে হবে
  • এবার তেলেই তেজপাতা, এলাচ, দারুচিনি ফোড়ন দিয়ে এতে পেঁয়াজবাটা, আদারশুনবাটা, টকদই, বাদাম বাটা, কাঁচামরিচ বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এতে সামান্য শুকনা মরিচ গুড়া দিতে হবে মসলায় রঙ আনার জন্য। 
  • মসলা ভালোভাবে কষানো হলে এতে ভাজা ফুলকপি দিয়ে নেড়েচেড়ে লবন এবং নারকেলের দুধ দিয়ে ঢেকে মাঝারী আঁচে রান্না করতে হবে ৫মিনিট। 
  • ৫মিনিট পর ঢাকা খুলে এতে বেরেস্তা, গরমমসলা গুড়া দিয়ে আবারো ৫মিনিট ঢেকে রান্না করতে হবে। ৫মিনিট পর এতে চিনি, ঘি আর আস্ত কাঁচামরিচ দিয়ে নেড়েচেড়ে আরো কিছুক্ষণ রান্না করতে হবে
  • তেলের উপরে উঠলে নামিয়ে পরিবেশন পাত্রে ঢালতে হবে
  • সাদা পোলাও বা গরম পরোটার সাথে পরিবেশন করুন মজার স্বাদের এইফুলকপির কোর্মা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Reviews

Popular Articles